28 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হ‌বে: প্রধানমন্ত্রী

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হ‌বে: প্রধানমন্ত্রী

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে: প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবে। মানুষ পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে, সেই আত্মবিশ্বাসটা যেন মানুষের মধ্যে থাকে। মানবিক কাজের মাধ্যমে জনগণের সম্পূর্ণ আস্থা অর্জনে পুলিশের প্রতি এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'পুলিশের সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের বাড়ি উদ্বোধন'
‘পুলিশের সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের বাড়ি উদ্বোধন’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশের দুটি মানবিক উদ্যোগ, নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশের প্রতিটি (৬৫৯) থানায় ‘সার্ভিস ডেস্ক’ ও গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

পুলিশকে সততার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতার সেই ঐতিহাসিক উক্তি ‘পুলিশকে জনগণের পুলিশ হতে হবে’,। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমেই মানুষের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জন করা যায় এবং এর মধ্যেই কর্মের সাফল্য নিহিত রয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর যারা একেবারে তৃণমূলে পড়ে থাকে তাদের জন্য কাজ করতে হবে। যারা নিজেদেরকে অবাঞ্চিত মনে করে এবং শত নির্যাতনের মধ্যেও কোন প্রতিকার চাইতে পারেনা সেই মানুষগুলোর মধ্যে এটা আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে, সেটা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ ‘সার্ভিস ডেস্ক’ এবং ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের উপর একটি অডিও-ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয় এবং এর সাথে সকল থানা, পুলিশ রেঞ্জ এবং পুলিশ লাইন সংযুক্ত ছিল।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী বিআইডব্লিউটিসির বহরে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবিতে ছাত্রলীগে লুকিয়ে ছিলেন ছাত্রশিবির-আবদুল কাদের রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকারি গুদামে রেকর্ড মজুত, বোরোতে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের আশা