15 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » তৃণমূলের নেতারাই যুগ যুগ ধরে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তৃণমূলের নেতারাই যুগ যুগ ধরে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

চট্টগ্রাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের নেতারাই আওয়ামী লীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে। তাদেও শ্রম, মেধা, ঘাম এবং রক্তের উপর দাঁড়িয়ে পর পর তিনবারসহ মোট চারবার আজ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়।

শনিবার(৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে সম্প্রতি রাঙ্গুনিয়ার প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির কক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ এমপি বলেন, রাঙ্গুনিয়ায় আজ আমরা যাদেও স্মরণ করছি, তারা সবাই বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। পারবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী ও নেতা হিসেবে কাজ করেছেন। এদেও অবদানের উপর ভিত্তি করেই আমরা এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার সুযোগ পেয়েছি। তাই তাদেরকে স্মরণ না করলে ভবিষ্যতে প্রজন্ম আমাদেরকেও মনে রাখবেনা।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও প্রচাল সম্পাদক এমরুল করিম রাশেদেও যৌথ সঞ্চালনায় স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, জহির আহমেদ চৌধুরী, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শঅহ, ইকবাল হোসেন, আবদুল রউফ মাস্টার, আরিফুল ইসলাম চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, সাজ্জাতুল ইসলাম খোকন, শামসুদ্দোহা সিকদার আরজু, আইয়ুর রানা, নাছির উদ্দিন রিয়াজ, মোরশেদ তালুকদার, হুসনে আরা বেগম, এডভোকেট রাহিলা চৌধুরী, রাসেল রাসু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সর্বস্তরের জনগন এসময় উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে অর্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে উপজেলার ১২৭ জন দরিদ্রদেও মাঝে সাড়ে ৪ হাজার টাকা কওে নগদ অনুদানের অর্থ বিতরণ করেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
প্রস্তুত ওয়াশিংটন ডিসি: শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা