17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচ তলা ভবন

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচ তলা ভবন

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচ তলা ভবন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে এনায়েত বাজারের গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

জানা যায়, ভবনটির মালিক কার্তিক ঘোষ। তারা পাঁচ ভাই এ পাঁচ তলা ভবনে থাকেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন না নিয়েই ভবন বর্ধিত করতে গিয়ে পাইলিং করতে যায় তারা। এসময় ভবনটি হেলে পড়ে। এখন সিডিএ, ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

ওসি নেজাম উদ্দিন বলেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসেছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ