বিএনএ, বিশ্ব-ভারত : করোনার টিকা নেয়ার পরও গত ৩১ মার্চ পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮০ জন মারা গেছে।
শুক্রবার (৯ এপ্রিল) দেশটির ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন বা এনইএফআই এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যখন টিকাদান কর্মসূচি জোরদার করতে যাচ্ছে ঠিক তখন টিকা নিয়েও এত মানুষের মৃত্যুতে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে দেশটির সাধারণ জনগণের মধ্যে।
চলতি বছরের জানুয়ারিতে দেশে তৈরি করোনার টিকা দিয়ে টিকাদান কর্মসূচি শুরু করেছিল ভারত।
এখনও পর্যন্ত ভারতে টিকা নেওয়ার পর সাতশ মানুষের ‘গুরুতর অসুস্থ’ হওয়ার ঘটনা সামনে এসেছে। যাদের রক্ত জমাট বাঁধার সমস্যাই মূ্লত ধরা পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
এদিকে করোনা আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩২ লাখ ২ হাজার ৭৮৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৬৭ জনের।
বিএনএনিউজ/জেবি