বিএনএ, ঢাকা:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, রিজভীর শরীরে এখন জ্বর নেই, কাঁশিও কমেছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং স্থিতিশীল রয়েছে।
তিনি জানান, তবে বিজভী এখনও আইসিইউ-এ আছেন। অক্সিজেন লাগছে। অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে। রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন বলেও জানান আরিফুর রহমান তুষার।
গত ১ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়া এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত ১৬ মার্চ কোভিড-১৯ আক্রান্ত হন রিজভী। পরের দিনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।