17 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মোর্শেদ আলীর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের শোক

মোর্শেদ আলীর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের শোক


বিএনএ ডেস্ক:বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য, ডাকসুর সাবেক জিএস আজীবন বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শোক প্রকাশ করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক।

দীর্ঘদিন রোগ ভোগের পর ব্রেন স্ট্রোক করে প্রথমে বারডেম হাসপাতালে পরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Loading


শিরোনাম বিএনএ