30 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ওয়াসার ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন সারাতে লাগবে আরও ২ দিন

ওয়াসার ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন সারাতে লাগবে আরও ২ দিন

ওয়াসার ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন সারাতে লাগবে আরও ২ দিন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে কেটে যাওয়া ওয়াসার সঞ্চালন লাইন পুরোপুরি মেরামত করতে আরও দুইদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

সোমবার (১০ মার্চ) চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ এ তথ্য জানান। তিনি জানান, পিজিসিবি কাজ করতে গিয়ে ওয়াসার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে । পানি সংকট কাটাতে বিকল্প পথে পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। লাইন মেরামতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে আরও ২ দিন সময় লাগবে।

চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন দিয়ে নগরের পাহাড়তলী সাগরিকা এলাকায় পানি সরবরাহ করা হয়। গত শনিবার রাত ৮টার দিকে কাটা পড়ে সঞ্চালন লাইনটি। ফলে নগরের আগ্রাবাদ আবাসিক এলাকা, সিডিএ আবাসিক এলাকাসহ আশপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সিডিএর খাল খনন প্রকল্পের কাজে অনন্যা আবাসিকের অক্সিজেন-কুয়াইশ সংযোগ খালের পাইলিংয়ের সময় চট্টগ্রাম ওয়াসার ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে গিয়েছিল। ওই পাইপলাইন দিয়ে চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর উৎপাদিত পানি নগরীতে আসত। ওই সময় প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় সপ্তাহ ধরে নগরীর বিশাল এলাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারেনি।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ