36.9 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - মে ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ম্যানচেস্টারে চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টারে চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টারে চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনএ,চট্টগ্রাম: যুক্তরাজ্য ম্যানচেস্টারে চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) ম্যানচেস্টার জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা আব্দুল কাদেরের পরিচালনায় উক্ত মাহফিলে আলোচনা করেন ম্যানচেস্টার জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর রহমান ।পোগ্রামে প্রতিবেদন পেশ করেন চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা শোয়েব মোহাম্মাদ। এছাড়াও চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ইউসুফ, নেছার খান উপস্থিত ছিলেন।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সেক্রেটারি ইব্রহিম খলিল, মোহাম্মাদ নাসের, সাজ্জাদুর রহমান, নাজিম উদ্দিন, মোস্তফা আহম্মেদ, ইকবাল হোসেন মুকিত প্রমুখ । উক্ত দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।

উল্লেখ্য চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ার গত চার বছর ধরে গরীব অসহায় মানুষদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ পর্যন্ত তারা বাংলাদেশ, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশী টাকায় এ পর্যন্ত ৫০ লক্ষের অধিক টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ