বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সদরের ঝিলংজায় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে প্রশাসন । এসময় ৬ টি টিনের ঘর ও ২ টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে লিংকরোড়ের দক্ষিণ মহুরিপাড়াস্থ সিরাজঘোনা এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
সমীর জানান, সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ৬ টি টিনের ঘর ও ২ টি নবনির্মিত পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ জবরদখলকৃত প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী’র নেতৃত্বে অভিযানে ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা,পুলিশ, আনসার, বিট অফিসার, বনকর্মী ও সিপিজি সদস্যরা।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী