বিএনএ, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ১১টায় শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত মোক্তার গাজী সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে।
আহতদের মধ্যে ছয়জন হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস, স্টেশনারি ও প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের সহকারী মো. সাইফুল। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার রাতে ইউনিয়নটির সাধারণ নির্বাচনে দায়িত্ব পালন শেষে স্পিডবোটযোগে নদী পার হচ্ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিলো। কাঁচিকাটাবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে পদ্মা নদী দিয়ে স্পিডবোট যোগে ফিরছিলেন নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদেরকে বহনকারী স্পিডবোটটি ভেদরগঞ্জের কাছাকাছি পৌঁছালে অপর দিক থেকে আরেকটি স্পিডবোট আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা সবাই আহত হন এবং অপর স্পিডবোটে থাকা মোক্তার নিহত হন।
ম্যাজিস্ট্রেটসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, ভোট শেষে ফেরার পথে অপর দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন। ম্যাজিস্ট্রেটসহ আহত অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত একজন ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দিয়েছেন। আমরা তাকে ঢাকা পাঠাবো। নদীপথের দুর্ঘটনা রোধের জন্য ইতোমধ্যে নৌপুলিশ তৎপর হয়েছে।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা