বিএনএ, চট্টগ্রাম: চলমান ডলার সংকটের অন্যতম কারণ হুন্ডি উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, হুন্ডির বিরুদ্ধে সরকার বরাবরই সজাগ রয়েছে। হুন্ডির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা। তাদের লেখার মাধ্যমে হুন্ডিকে নিরুৎসাহিত করার বিষয়ে জনমত তৈরি করতে পারে। এ জন্য হুন্ডির বিরুদ্ধে সাংবাদিকদের অনেক বেশি লিখতে হবে বলে তিনি মনে করেন।
শনিবার (৯ মার্চ) সকালে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে সাড়ে ৮ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে যাদের জমি ছিল, ঘর ছিল না, সে রকম ১১০টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে।
ডলার সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ডলার সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার বিনিয়োগ ও সঞ্চয়কে আইনি কাঠামোতে আনার জন্য বর্তমান সংসদের শেষ অধিবেশনে অফশোর ব্যাংকিং আইন পাস করা হয়েছে। এর মাধ্যমে বিদেশে দেশের বিনিয়োগ এবং বিনিয়োগকে আইনি কাঠামোয় আনা হয়েছে। এখন অফশোর ব্যাংকে যে কেউ সঞ্চয়ী হিসাবও খুলতে পারবেন। এ জন্য তারা মুনাফাও প্রাপ্য হবেন।
এদিকে সাবেক এক মন্ত্রীর যুক্তরাজ্যে তিন হাজার কোটি টাকার সম্পদ থাকা এবং এসব সম্পদ ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরাসরি কোনো উত্তর দেননি।
চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া আসনের এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলীসহ আরও অনেকে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামের সন্তান ওয়াসিকা আয়শা খান প্রথমবারের মতো নিজ শহরে এসে সাংবাদিকদের সঙ্গে বসলেন।
মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা আয়শা খান। এ নিয়ে তৃতীয় দফায় সংরক্ষিত আসনে এমপি হয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো তিনি মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছেন।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা