বিএনএ ডেস্ক, ঢাকা: কিডনি অকেজো হয়ে বাংলাদেশে প্রতিদিন ৭০-৮০ জন মানুষ মারা যায়। এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শেরে বাংলা নগর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, কিডনি রোগে দেশে দুই কোটি মানুষ আক্রান্ত। এই মহামারী রোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে জাহিদ মালেক বলেন, এই রোগ থেকে বাঁচতে হলে হৃদরোগ, ডায়েবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগে ৬৭ ভাগ মানুষ দেশে মৃত্যু বরণ করছে। ক্যান্সারে প্রতিদিন ২-৩শ মানুষ মারা যায়। অথচ করোনায় বুধবার দেশে ১ জন মারা গেছে।
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা দেশের মানুষের দোড়গোড়ায় পৌঁছে গেছে। বিদেশে যেতে হচ্ছে না, নানা প্রতিষ্ঠানের কারণে এখন দেশে মানুষ চিকিৎসা পাচ্ছে। কিডনি ট্রান্সপ্লান্ট দেশে সফলভাবে হচ্ছে এটা চিকিৎসাখাতে বড় অর্জন।
মন্ত্রী বলেন, মৃতব্যক্তির শরীর থেকে কিডনি নিয়ে অন্যজনকে দিতে পারলে দেশে বহু লোক বাঁচতো। পরিবার অনুমোদন না করায় মৃত ব্যক্তির শরীর থেকে কিডনি সংগ্রহ করা যায় না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক জেলা হাসপাতালে ১০ বেড আইসিইউ আর ১০ বেড কিডনি রোগীর জন্য সংরক্ষণা করা হয়েছে।
বিএনএ/ এ আর