22 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনের হয়ে লড়ছেন বাংলাদেশি যুবক তাইয়েব

ইউক্রেনের হয়ে লড়ছেন বাংলাদেশি যুবক তাইয়েব

ইউক্রেনের হয়ে লড়ছেন বাংলাদেশি যুবক তাইয়েব

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন বাংলাদেশি যুবক  মোহাম্মদ তাইয়েব।তাঁর বাবা মুহম্মদ হাবিবুর রহমানের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার পাবুরগ্রামে। ৩২ বছর ধরে তিনি দেশটিতে বসবাস করছেন। সেখানেই বিয়ে করেছেন। স্ত্রী ইলোনা।

গাজীপুরের কাপাসিয়ার পাবুরগ্রামের ছেলে হাবিবুর ১৯৯০ সালে দেশ ছাড়েন। দেশেই স্নাতক পাস করেন। লক্ষ্য ছিলো ইউক্রেন থেকে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়া। কিন্তু একাধিকবার চেষ্টা করেও শেষ পর্যন্ত ইউক্রেনে থিতু হন। শুরু করেন কাপড়ের ব্যাবসা। এরই মধ্যে ইলোনার সঙ্গে পরিচয় হয় তার। পরে তারা দুজন ভালোবেসে বিয়ে করেন। তাদের এখন দুই ছেলে- বড় ছেলে তাইয়েব (১৮) এবং ছোট ছেলে মোহাম্মদ করিম। বড় ছেলে তাইয়েব কিয়েভের পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করছেন। ছেলের সম্পর্কে বাবা মো. হাবিবুর রহমান বলেন, ছেলেটা ছোটবেলা থেকেই খুব সাহসী, দুরন্ত। পাড়ার ছেলেদের নেতা ছিলো সে।

তিনি জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সমস্যা শুরু হওয়ার পর থেকেই ওই অঞ্চলের অনেক সাধারণ মানুষ যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাইয়েবও যুদ্ধে যাওয়ার কথা বললেও তাঁরা প্রথমে গুরুত্ব দেন নি। গত মাসের ২৪ ফেব্রুয়ারি সকালেই ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। সেদিনই সকালে খাওয়ার পরে তাইয়েব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। হাবিব ও ইলোনা তীব্র আপত্তি করলেও আটকাতে পারেন নি তাঁদের সন্তানকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ