বিএনএ, বিশ্বডেস্ক : রোজা রেখেও করোনার ভ্যাকসিন নেয়া যাবে বলে ফতোয়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে প্রধান মুফতি, ব্রিটিশ ইসলামিক মেডিক্যাল গ্রুপ ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পড়বে রমজানে। এ সময়ে টিকা গ্রহণের ব্যাপারে অনেক মুসলিমই দ্বিধায় রয়েছেন। এমন পরিপ্রেক্ষিতে এই ফতোয়া দেয়া হয়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগীয় প্রধান শায়খ ও গ্র্যান্ড মুফতি ড. হাদ্দাদ এক বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাসের টিকা নিলে রোজা নষ্ট হবে না।
রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনও খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোন কিছু গ্রহণ করতে না পারলেও সূঁচের মাধ্যমে মাংসে টিকা নিলে রোজা ভাঙবে না। তাই রোজাদার ব্যক্তি করোনার টিকা গ্রহণ করতে পারবে বলে মতামত দিয়েছেন তারা।
এদিকে ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের টিকায় শুকরের কোন প্রকার উপাদান ব্যবহার করা হয় না।
বিএনএনিউজ/এইচ.এম।