23 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান

লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান

লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান

বিএনএ,লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এসময় করাতকলের প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।

বুধবার (১০মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে উপজেলার বিভিন্ন এলাকায় করাতকল ব্যবসা পরিচালনা করে আসছিল। পদুয়া রেঞ্জের আওতাধীন বুধবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উপজেলার কলাউজানে ৩টি এবং রাবারড্যাম এলাকায় ১টি সহ মোট ৪টিতে করাতকাল বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারামতে লাইসেন্স না স`মিলে হালনাগাত না থাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন্ধ ঘোষনা করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না থাকায় ৪টি অবৈধ করাতকলে অভিযান চালিয়ে বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেয়া হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিএনএনিউজ/রায়হান সিকদার, জেবি

Loading


শিরোনাম বিএনএ