28 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - মে ৩, ২০২৫
Bnanews24.com
Home » মালয়েশিয়া থেকে দেশে ফিরলো ২৩ বাংলাদেশি

মালয়েশিয়া থেকে দেশে ফিরলো ২৩ বাংলাদেশি

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মালয়েশিয়া

বিশ্ব ডেস্ক: ২৩ বাংলাদেশি সহ ২৭৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। রোববার (৯ ফেব্রুয়ারি) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের  সাজা ভোগ শেষে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।  সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের  কালো তালিকাভুক্ত করা হয়। খবর মালয় মেইল।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা ভোগ শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস হতে নাগরিক ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশীয়, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, ১ কলম্বিয়ান ও ১ জন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিএনএ,এসজিএন,শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ