26 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্ত থেকে দুটি অবিস্ফোরিত রকেটগোলা উদ্ধার

সীমান্ত থেকে দুটি অবিস্ফোরিত রকেটগোলা উদ্ধার


বিএনএ,ডেস্ক :  নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া দুটি অবিস্ফোরিত রকেট গোলা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালেও সীমান্তের তুমব্রু পশ্চিমকুল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত দুটি রকেট লঞ্চারের গোলা। নিরাপত্তার স্বার্থে সড়কে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।

সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তুমব্রু বিওপির ঠিক তার সামনে রাস্তায় পড়ে রয়েছে অবিস্ফোরিত গোলা। বলা হচ্ছে এটি রকেট লঞ্চারের গোলা। যা ছোড়া হয়েছে মিয়ানমার থেকে। বিওপির আর একটু সামনে গেলে বিজিবির চেকপোস্ট, এই চেকপোস্টের সামনেও রাস্তায় পড়ে রয়েছে আরেকটি গোলা। এটিকেও বলা হচ্ছে রকেট লঞ্চারের গোলা।

সীমান্তের বাসিন্দা বলছেন, মিয়ানমার থেকে ছোড়া অসংখ্য গোলা ও গুলি বাংলাদেশের ভূ-খণ্ডে এসে পড়েছে। যা এখন ক্ষেত-খামারে পাওয়া যাচ্ছে।

কৃষি জমিতে কাজ করতে গিয়ে রকেট লঞ্চারের গোলা পাওয়া রাজিয়া বলেন, জমিতে কাজ করছিলাম। তখন দেখি শিশুরা লম্বা লোহার রডের মতো একটি জিনিস নিয়ে খেলছে। তখন তাদের কাছ থেকে এটি নিয়ে বাসায় চলে আসি। পরে স্বামী বলে এটি অস্ত্র। তার পরপরই বিজিবিকে হস্তান্তর করি।

এদিকে অবিস্ফোরিত এসব গোলা নিয়ে খেলা করছে সীমান্তের বাসিন্দা ও শিশুরা।

সীমান্তের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, গোলাগুলো কত মারাত্মক তা কেউ জানে না। মূলত এটা যে বিস্ফোরক তাও জানে না সীমান্তের অনেক বাসিন্দা ও শিশু।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন এসব গোলা নিষ্ক্রিয় করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম বলেন, বিজিবি এসব গোলা উদ্ধার করেছে । যার চারপাশে টাঙ্গিয়ে দেয়া হয়েছে লাল পতাকা। নিরাপত্তার স্বার্থে সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গোলা ও গুলিতে এখন পর্যন্ত বাংলাদেশি এক নারীসহ দুইজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৫ জন।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ