19 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আ’লীগ নেতা মাওলানা ফরিদ উদ্দিন হাসান চৌধুরীর ইন্তেকাল

আ’লীগ নেতা মাওলানা ফরিদ উদ্দিন হাসান চৌধুরীর ইন্তেকাল


বিএনএ, সাতকানিয়া: সাতকানিয়া পৌর সদরের ভোয়ালিয়াপাড়া ঐতিহ্যবাহী মাঝের মসজিদের মোতওয়াল্লী, প্রবীণ আওয়ামী লীগ নেতা, সমাজসেবক, মাওলানা ফরিদ উদ্দিন হাসান চৌধুরী (৭৮) বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত রাত ৩টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পৌরসভার ভোয়ালিয়াপাড়া আঞ্জুমান হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন মাঝের মসজিদের খতিব মাওলানা ফরিদুল আলম।

বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন হাসান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মো. নিজামুদ্দিন নদভী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।

বিএনএ/সৈয়দ মাহফুজ-উননবী খোকন, বিএম

Loading


শিরোনাম বিএনএ