17 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিলেন ১০৩৬২ জন

চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিলেন ১০৩৬২ জন

চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিলেন ১০৩৬২ জন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে করোনার টিকা প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে টিকা গ্রহণ করেছেন ১০ হাজার ৩৬২ জন। প্রথমদিকে মানুষের আগ্রহ কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে টিকা দানে আগ্রহীদের সংখ্যা বাড়তে থাকে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ১৮৯ জন। বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ১৪ উপজেলায় ৪ হাজার ৯৮৪ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষায় ৭৫জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলায় ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৬৬১ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত