21 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

চট্টগ্রামে ৪৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫ হাজার ৫৯৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, ইয়াবা পাচারের তথ্য পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ হাজার ৫৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় বেলাল হোসেন (৩৩) ও আকিকুল ইসলাম (৩১) নামের দুজনকে। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল ও নগদ ২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ