19 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ১৮ কোটি টাকার মূর্তি উদ্ধার, আটক ২

১৮ কোটি টাকার মূর্তি উদ্ধার, আটক ২

১৮ কোটি টাকার মূর্তি উদ্ধার, আটক ২

বিএনএ, ঢাকা : রাজধানীর শাহ আলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৪। আটক করা হয়েছে চোরাকারবারি চক্রের দুই সদস্যকে। আটকরা হলেন- মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বুধবার(১০ ফেব্রুয়ারী) জানান, মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী) ব্যটালিয়নের একটি দল অভিযান চালিয়ে কষ্টিপাথরের লক্ষী নারায়ণ বা মহাদেবের মূর্তি উদ্ধার করে। আটকদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক  নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাহিরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্যদের আটকের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান।

বিএনএ/ এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ