24 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে বুধবারও তীব্র বিক্ষোভ

মিয়ানমারে বুধবারও তীব্র বিক্ষোভ

মিয়ানমারে বুধবারও তীব্র বিক্ষোভ

মিয়ানমারের রাজধানীর রাজপথে বুধবারও(১০ ফ্রেবুয়ারি) সকালে সামরিক সরকারের বিরুদ্ধে তীব্র গণ বিক্ষোভ অব্যাহত রয়েছে। ছবি ও  খবর:  সিঙ্গাপুর স্ট্রেইটস টাইমস। মঙ্গলবার রাজধানীতে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী মহিলা নিহত ও ৪জন আহত হয়।

খবরে বলা হয়, বুধবার সকালেও রাজধানী ও ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়ে। এক যুব নেতা বলেন, সামরিক জান্তা যতই গুলি  চালাক ও দমনের চেষ্টা করুক তাতে লাভ হবে না।  আন্দোলন চলবে।

মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত সরকারের নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের বন্দি করায় প্রতিবাদ চলছে৷ নিউজিল্যান্ড সু চিসহ সকল রাজবন্দিদের মুক্তিদিয়ে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে৷ এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা মিয়ানমারের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথাও জানান৷

ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইং সোমবার প্রথমবারের মতো দেওয়া টেলিভিশনে ভাষণে গত নভেম্বরের নির্বাচন ‘সুষ্ঠু ছিল না’ বলে দাবি করেন৷ আবার নতুন করে নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি৷

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ