বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক ছাত্র সমাবেশ ধর্মপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় বাজার প্রদক্ষিণ করে।
শাখা সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদী কাফেলার সেক্রেটারী জেনারেল কে এম ইমরান হুসাইন।
শাখা সেক্রেটারি শাহিন আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ,ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি সামির উদ্দিন আল আমীন,উত্তর জেলা সভাপতি মাহমুদ উল্লাহ,দক্ষিণ জেলা সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন,খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সহ সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শাহ ইমন,খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিনহাজ,ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি এইচ এম আজম উদ্দিন,খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন মাসুম,সাধারণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন,সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঈনুদ্দিন খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা সানাউল্লাহ,ইঞ্জিনিয়ার জামিল আহমেদ ও মাওলানা সরোয়ার কামাল ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মহসিন হোসেন।
বিগত দিনের আন্দোলন সংগ্রামে ইসলামী ছাত্র মজলিসের গৌরবোজ্জল ভূমিকার কথা স্মরণ করে বক্তারা বলেন, ইসলামী ছাত্র মজলিস বাংলার জমিনে আল্লাহর বিশেষ এক নেয়ামত।এ কাফেলা ছাত্র সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিয়ে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে ।বক্তারা আগামী দিনের সমাজ বিপ্লবের যোগ্য কর্মী তৈরির লক্ষে দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়,কওমি ও আলিয়া সহ প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র মজলিসের দাওয়াতী কাজকে বেগবান করার উপর গুরুত্বারোপ করেন।
বিএনএনিউজ২৪ডটকম /এইচমুন্নী