20 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » পাহাড়তলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

পাহাড়তলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার


বিএনএ চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড খ-ইউনিটের এক সদস্যকে গ্রেপ্তার করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে পাহাড়তলী থানাধীন কুটুমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জাহেদ, এসআই খোকন এবং সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের সদস্য মো. শাহরিয়ার রিফাত (২৮) পাহাড়তলী সরাইপাড়া এলাকার হাজী ক্যাম্পের পশ্চিম পাশে আব্দুল গণি রোডের নুরুন্নবী এর বাড়ি মৃত হাবিব আহমদের ছেলে। বর্তমানে তিনি নোয়াপাড়া নেছারিয়া মাদ্রাসা রোড আমানত উল্ল্যাহ সড়কের মিয়াদের বাড়িতে বসবাস করছিলেন।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পাহাড়তলী থানায় বিস্ফোরক আইনের ৩/৪ ধারার অধীনে মামলা রয়েছে। পরে তাকে  আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি বাবুল আজাদ জানান।

এ অভিযানের ফলে পাহাড়তলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ২৪ডটকম 

Loading


শিরোনাম বিএনএ