16 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারাতে অগ্নিকাণ্ডে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে আর্থিক সহায়তা

গুইমারাতে অগ্নিকাণ্ডে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে আর্থিক সহায়তা


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে অগ্নিকাণ্ডে নিহত বীর মুক্তিযোদ্ধা  নির্পদ ত্রিপুরার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত ৫ জানুয়ারি আশি বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরার জ্বর ছিলো। শীতের কারণে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে আগুন পোহায় সে। এসময় তার গায়ের কাপড়ে আগুন ধরে যায়। বাড়িতে অন্য কোন লোক না থাকায় নিজের গায়ের আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। আগুনে নির্পদ ত্রিপুরার শরীরের আশি শতাংশ পুড়ে যায়। খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অগ্নিদগ্ধ নির্পদ ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। গত রোববার (৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নির্পদ ত্রিপুরার মৃত্যু  হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি)  বিকালে উপজেলার সিন্দুকছড়ি এলাকায়  উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অগ্নিকান্ডে নিহত বীর মুক্তিযোদ্ধা  নির্পদ ত্রিপুরার স্ত্রীর নিকট পঁচিশ হাজার  টাকার  চেক তুলে দেন। এর আগে নিহত বীর মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ম্রাসাথোয়াই মগ, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল সহ প্রমুখ।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ