30 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল আলোর পথে যাত্রা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল আলোর পথে যাত্রা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল আলোর পথে যাত্রা

বিএনএ,চট্টগ্রাম: বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

রোববার (১০ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত-স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন ছিল ‘‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা”। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।

প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি স ম ইব্রাহিম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজে যুগ্ম সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ, দেবপ্রসাদ দাস দেবু, আসিফ সিরাজ, শিশির বড়ুয়া, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, আবুল হাসনাত, মিয়া মোহাম্মদ আরিফ, রাজেশ চক্রবর্তী, মো. এনামুল হক প্রমুখ।

বিএনএনিউজ/মনির

Total Viewed and Shared : 1 78 , 78 views and shared


শিরোনাম বিএনএ