বিএনএ বিশ্ব ডেস্ক: মার্কিন কংগ্রেসে নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের লিহাই বিশ্ববিদ্যালয়।৩০ বছর আগে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি দেয়া হয়।সে সময় বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছিলেন ট্রাম্প।
ওয়াশিংটন পোস্ট ও সিবিসি নিউজ জানিয়েছে, গত বৃহস্পতিবার লিহাই ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির বিশেষ অধিবেশনে ট্রাম্পকে দেয়া সম্মানসূচক ডিগ্রি নিয়ে আলোচনা হয়।সেখানে সদস্যরা ১৯৮৮ সালে তাকে দেয়া সম্মানসূচক ডিগ্রিটি প্রত্যাহারের পক্ষে ভোট দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,ডোনাল্ড ট্রাম্পের ডিগ্রিটি বাতিল করা হয়েছে।এ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বিস্তারিত জানানোর কোনও পরিকল্পনা হয়নি।
সম্প্রতি মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক হামলায় ও হতাহতের ঘটনার পর নিজ দেশে ক্রমেই আরও একঘরে হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প।এরই ধারাবাহিকতায় তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কেড়ে নেয়া হলো।
ক্যাপিটল হিলে সাম্প্রতিক হামলায় পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।হামলায় উসকানি দেয়ার কারণে তাকে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে।এছাড়া অভিশংসন করার পরিকল্পনাও চূড়ান্ত করতে যাচ্ছে ডেমোক্র্যাট নেতারা।
ইতোমধ্যে ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এবং অভিশংসন বা ইমপিচমেন্টের পক্ষে মত দিয়েছেন তার নিজ দলের অনেক নেতা।তার কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড কেড়ে নেয়ার দাবিও জোরালো হচ্ছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়,সাধারণ নিয়মে আগামি ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হতে যাচ্ছে।কিন্তু পাগলামির কারণে এর আগেই তার অপসারণ চাচ্ছেন বেশিরভাগ মার্কিন নাগরিক।
বিএনএনিউজ/আরকেসি
Total Viewed and Shared : 1 35 , 35 views and shared