26 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. হাসান তারেক (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান আলী চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান তারেক ১ নম্বর ওয়ার্ড গিয়াস চেয়ারম্যান বাড়ির মো. আলীর পুত্র। তিনি ৪ মাস পূর্বে বিয়ে করেন। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন বলে জানা যায়।

জানা গেছে, সকালে কাজে যাওয়ার সময় রাস্তার ওপর রাখা ইট-বালির স্তূপের সামনে রাঙামাটিমুখী মাছভর্তি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। পিকআপটি আটকের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ