29 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পূর্তিতে র‌্যালী

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পূর্তিতে র‌্যালী

চন্দ্রঘোনা

বিএনএ,রাঙামাটি:পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৬ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়।এ উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে একটি  র‌্যালী  বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার-লিচুবাগান-কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। র্যালীতে বর্ণিল সাজে ঢাক ঢোল বাজিয়ে হাসপাতালের দেশী-বিদেশী চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন।

এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বর্ণিল র্যালীর উদ্বোধন করে বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৬ বছর পূর্তিতে যারা হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় হাসপাতালের স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ