25 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে : আহত ৩০

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে : আহত ৩০


বিএনএ, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকার রায়পুর দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত বাসটি মিয়ামী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৮৮২৬)।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই জনকে ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তিনি জানান, বাস উদ্ধার করতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছি‌ল। পরে হাইও‌য়ে পু‌লি‌শের তাৎপরতায় যানচলাচল স্বাভা‌বিক হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ