18 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(৯ডিসেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালন করা হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মনিরা বেগম, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালামসহ অন্যারা বক্তব্য রাখেন।সভায় বক্তারা সমাজ থেকে দুর্নীতি দূর করতে সকলের সচেতন হওয়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ