19 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত

ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত

ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত

বিএনএ, ঝিনাইদহ: ঝিনা্ইদহে মায়ের চোখের সামনেই বাস চাপায় ছটফট করে মারা গেল ৭ বছরের শিশু কন্যা রহিমা।মায়ের সাথে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তার করুণ মৃত্যু হয়। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মা ফরিদা খাতুনের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল।পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

কালীগঞ্জ থানার ওসি মোহা: মাহফুজুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ