24 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ছাত্রলীগ নেতা হত্যা মামলা, ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

ছাত্রলীগ নেতা হত্যা মামলা, ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

ছাত্রলীগ নেতা হত্যা মামলা, ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

বিএনএ রাজশাহী: রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার (০৯ই ডিসেম্বর) এই রায় ঘোষণা করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসেন ।

২০১৩ সালের ২৮শে আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

শাহিন শাহকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে ২৯শে আগস্ট রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

এরপর সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হলো।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ