22 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামের জুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের জুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুট গুদামে আবারও ভয়াবহ আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় জুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে তৈয়বুল আলম ট্রেডার্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. আনিসুর রহমান।

তিনি জানান, ঝুটের গুদাম হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও জানান, তবে আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ