20 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়স্থল নির্মাণে ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি

বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়স্থল নির্মাণে ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি


বিএনএ, চট্টগ্রাম: সাম্প্রতিক সময়ে ফেনী জেলাসহ আশেপাশের এলাকায় হয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো পরিবার। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি।

বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি হারানো পরিবার গুলোকে আশ্রয় স্থল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি নামের ইউকেতে বসবাসরত প্রবাসীদের এই সংগঠন।

এর মধ্যে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ২টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। উপকারভোগী দুই পরিবার হলো ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা মোঃ আবু বক্কর ও মোঃ মীর কাশেম। উপজেলার মনিপুর এলাকায় এই ঘর নির্মাণ করা হয়। এই ঘর নির্মাণে সহযোগিতা করেন স্বপ্নের আনোয়ারা নামের একটি সংগঠন।

গতকাল তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সাবেক চেয়ারম্যন নাছিরুল আলম, কার্যনির্বাহী সদস্য কামাল খান, ম্যনচেস্টারের কমিউনিটি ব্যক্তিত্ব বুলবুল, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি জনাব আলীনূর জেমস্ প্রমুখ।

সমিতির সাবেক চেয়ারম্যান নাসিরুল আলম বলেন, আমাদের গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এই মানবিক সাহায্য সবসময় চলমান থাকবে। মানবিক ও সেবামূলক কাজকে আমরা বরাবরই গুরুত্ব দিয়ে থাকি। এই কাজ আমাদের চলমান থাকবে।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর