24 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্রে থাকতে চায় না, ইলন মাস্কের যে সন্তান

ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্রে থাকতে চায় না, ইলন মাস্কের যে সন্তান

ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা ভিভিয়ান জেনা উইলসন।

বিশ্ব ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা ভিভিয়ান জেনা উইলসন। অথচ ট্রাম্পের একজন বড় সমর্থক হিসেবে পরিচিত জেনার বাবা ইলন মাস্ক।

২০২২ সালে ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ২০ বছর বয়সী জেনা। সেই সময় তিনি ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য এবং নিজের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদের অংশ হিসেবে নিজের নাম পরিবর্তন করেছিলেন জেনা। এবার, ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে জেনা লিখেছেন, “আমি কিছুদিন ধরে চিন্তা করছিলাম, কিন্তু গতকাল সিদ্ধান্ত নিয়েছি। যুক্তরাষ্ট্রে থাকা আমার ভবিষ্যৎ নয়।”

ইলন মাস্ক ও তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ছয় সন্তানের মধ্যে জেনা একজন। তিনি আগে ছেলে ছিলেন, পরে নারী হিসেবে পরিচিতি পান।

মাস্কের দাবি, মেয়ে জেনার পরিবর্তনের পেছনে বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর ‘নব্য মার্ক্সবাদী’ প্রভাব কাজ করেছে। জীবনীকার ওয়াল্টার ইসাকসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, সান্তা মনিকার ক্রসরোডস স্কুল ফর আর্টস অ্যান্ড সায়েন্সেসই তার মেয়েকে ‘ভাইরাস’ হিসেবে সমাজতান্ত্রিক ধারণা দিয়েছে।

মেয়ে সম্পর্কে মাস্কের মন্তব্য, “সে ধনীদের খারাপ মনে করে এবং সাম্যবাদী হয়ে উঠেছে।”

মাস্ক আরও জানান, প্রথম সন্তান নেভাডার মৃত্যুর চেয়ে মেয়ে জেনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কষ্ট তিনি বেশি অনুভব করেছেন। খবর এসবিসি নিউজ।

বিএনএন্বিুজ২৪৫, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ