14 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

বিএনএ, ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সে সময় উল্টোদিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, ‘নিহতদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর তিন জনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে বাস ও কাভার্ডভ্যান সরানোর কাজ করছে পুলিশ।’

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন

Loading


শিরোনাম বিএনএ