বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁও কারওয়ানবাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. বাচ্চু কাজী (৫৩) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী প্রায় ২ লাখ টাকা হারালেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে তার পাকস্থলী পরিষ্কার করা হয়।
বাচ্চু কাজীকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী সারোয়ার বলেন, কারওয়ানবাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ওই ব্যবসায়ী। পরে তাকে ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে তার পাকস্থলী পরিষ্কার করে পরে চিকিৎসকরা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সঙ্গে থাকা প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে চক্রটি।
তার বাড়ী মাদারীপুর সদর থানার কোলপদ্দি গ্রামে। তার বাবার নাম আলআমিন হোসেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, ওই ব্যবসায়ীকে হাসপাতালে আনা হলে তার পাকস্থলী পরিষ্কার করে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠান চিকিৎসক। তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা খোয়া গেছে বলে জানা যায়।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।