16 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সিভাসু শিক্ষার্থীদের

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সিভাসু শিক্ষার্থীদের

ভেটেনারী সিভাসু রাস্তা আগুন জ্বালিয়ে অবরোধ

বিএনএ,চট্টগ্রাম: নিজেদের প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে সিভাসুর সামনের সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘টানা আন্দোলন সংগ্রামের পরেও সংশ্লিষ্ট মহলের টনক নড়ছে না। আমরা কোনোভাবে বহিরাগত কোনো ভিসিকে মেনে নিবো না। আমাদের এক দফা, এক দাবি— সিভাসু থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন আমরা এ আন্দোলন চালিয়ে যাবো।

শিক্ষার্থীরা উপাচার্য পদে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ না দেওয়ারও দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।গেলো এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, নিজ প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা গত ১৯ সেপ্টেম্বর থেকে নানান কর্মসূচি পালন করে আসছেন। ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। পরে ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর কমপ্লিট শাটডাউন ও ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগের আল্টিমেটাম এবং ৭ অক্টোবর শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী সবাই এক সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করেন এবং সম্পূর্ণ সিভাসু পরিবারের পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

টানা এক সপ্তাহ আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও অভ্যন্তরীণ উপাচার্য নিয়োগের কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা প্রেস কনফারেন্স করে বিকেল ৫টায় ভিসির বাসভবন ও ভিসির অফিসে তালা দিয়ে দেন।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ