18 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা

ছাগলনাইয়ায় জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা

ছাগলনাইয়ায় জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর ) সকালে ছাগলনাইয়ার কলেজ রোড কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি জশনে জুলুস র‌্যালি বের হয়ে ছাগলনাইয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়। ছাগলনাইয়া উপজেলা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত এ জশনে জুলুসের আয়োজন করে।

ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসলমান নানা রঙ বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জশনে জুলুস মিছিলে যোগদান করেন। এ সময় ইয়া রাসুলুল্লাহ (সা.) স্লোগানে মুখরিত হয়ে উঠে ছাগলনাইয়ার জনপদ।
আহলে সুন্নাত ওয়াল জামাত ফেনী জেলা শাখার অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানীর সভাপতিত্বে ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহ উল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আবু আহমদ,আহলে সুন্নাত ওয়াল জামাত ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর ফরায়েজী,রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার, বাংলাদেশ যুব হিজবুল্লাহ ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম ভূঁইয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, নিজপানুয়া দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নুর হোসেন,ছাত্র নেতা আলা উদ্দিন মিয়াজী,মোঃ শাহিদুল ইসলাম প্রমূখ।
জশনে জুলুস মিছিল ও আলোচনা সভা শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন নিজপানুয়া দরবার শরীফের গদীনশীন পীর সাহেব মাওলানা সৈয়দ আহমদ নদবী।

বক্তারা বলেন,প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ