25 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ভারত থেকে আসলো আরও ১০ লাখ ডোজ টিকা

ভারত থেকে আসলো আরও ১০ লাখ ডোজ টিকা

ভারত থেকে আসলো আরও ১০ লাখ ডোজ টিকা

বিএনএ ঢাকা: ভার‌তের সেরাম ইন‌স্টিটিউট থে‌কে ক‌রোনার ১০ লাখ ডোজ কো‌ভি‌শি‌ল্ডের টিকা দে‌শে পৌঁছে‌ছে। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকাগুলো। এ নিয়ে সেরাম ইনস্টিটিউট থেকে ৭ মাস পর চুক্তির এ টিকা এলো।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব টিকা পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন,এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে এসেছে। এটি একটি বাণিজ্যিক চালান। বেক্সিমকো এর অর্ডার করেছিল।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা পুনের প্ল্যান্টে উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সেখান থেকে তিন কোটি ডোজ টিকা গত বছরের নভেম্বরে কোম্পানিটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। পরে জানুয়ারিতে তাদের ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম দেয় সরকার, যা টিকার মোট দামের অর্ধেক।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ আসে বাংলাদেশে।

এছাড়া, ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ কোভিশিল্ড এদেশে পৌঁছে।

তবে মার্চে ভারতে করোনা মহামারি প্রকট আকার ধারণ করলে  গত এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ