30 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - মে ২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা-৩

বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তাবরিজ স্বপন (৬০) ও শাহাদাত হোসেন (১৭) নামে দুই জন মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, রাত ৯টার দিকে যাত্রাবাড়ী রায়েরবাগ সিএনজি পাম্প সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় স্বপন নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত স্বপন পরিবারের সঙ্গে কদমতলী মেরাজ নগর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়।

এদিকে দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে গাবতলী তিন রাস্তার মোড়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে শাহাদাত নামে এক তরুণ মারা যায়।সে নির্মাণাধীন ভবনে রাজ মিস্ত্রীর হেল্পার হিসেবে কাজ করতো।

নিহত শাহাদাতের বাবার নাম রইসউদ্দিন। বাড়ি গাইবান্ধা জেলায় এলাকায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল ও শহীদ সোরহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জোবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপির চিঠি ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত: পররাষ্ট্র মন্ত্রণালয় দুই বাংলাদেশিকে ধরে নেওয়ায় গ্রামবাসীর পাল্টা অ্যাকশন অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ১০ বছর সৌদি প্রবেশ নিষেধ ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেস সচিব মার্কিন সংবাদমাধ্যম ‘এনপিআর’ ও ‘পিবিএস’র সরকারি অর্থায়ন বন্ধ জনগণই আ.লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে: নাহিদ ইসলাম ভোল পাল্টিয়ে হয়নি রক্ষা, পুলিশের হাতে ধরা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ৪ দফা দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ পরিচয় মিলল ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যাওয়া শিশুর