বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নে পুকুরে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপটেম্বর) বিকেলে বারিখলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফয়জুল্লাহর কন্যা শিশু মাইশা আক্তার (৭) ও রাইসা আক্তার (৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের মেম্বার মো. হাবিব।
তিনি জানান, সকালে তাদের মা রুবা আক্তার দুই শিশুকে বাড়িতে তাদের দাদির কাছে রেখে স্থানীয় বাজারে যান। বাজার থেকে এসে তাদের খুঁজে পাচ্ছিলেন না মা। পরে বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি ছোট্ট পুকুরে খোঁজাখুজি শুরু করলে তাদের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।