17 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে আগুনে পুড়লো ৯ দোকান-বসতঘর

রাঙামাটিতে আগুনে পুড়লো ৯ দোকান-বসতঘর


বিএনএ, রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ টি দোকান ও বসতঘর পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ি বাজারে দোকানের বিদ্যুৎতের সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় প্রায় ৯টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা যোগ দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার মতো হতে পারে প্রাথমিক ভাবে জানা গেছে।

এ বিষয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. দিদারুল আলম বলেন, কুতুকছড়ি বাজারে আগুনে ৯টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সবগুলোই কাঁচাঘর ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা এখনো জানতে পারি নাই।

বিএনএ/ ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ