17 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোণায় ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

নেত্রকোণায় ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

নেত্রকোণায় ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণায় ট্রাকের চাপায় জেসমিন আক্তার পান্না (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শহরের কুরপাড় এলাকায় বুধবার (৯ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শরিফ মিয়া (২৪) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

নিহত জেসমিন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের মস্তু মিয়ার মেয়ে। তিনি আলিয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামাতো ভাই শরিফের সাথে মোটর সাইকেলে চড়ে নেত্রকোণা শহরে যাচ্ছিলেন পান্না। কুরপাড় এলাকায় পৌঁছানোর পর একটি রিক্সার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ধাক্কায় কাত হয়ে পড়ে যায়। এতে পান্না মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ধেয়ে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ