20 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » নেইমারকে বার্সায় ফেরাচ্ছে সৌদি ক্লাব!

নেইমারকে বার্সায় ফেরাচ্ছে সৌদি ক্লাব!

নেইমার

স্পোর্টস ডেস্ক: এই মৌসুমে ক্লাব ছাড়ার ব্যাপারে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে আলোচনা করেছেন নেইমার। ন্যু ক্যাম্পে ফেরার ইচ্ছা তার। কিন্তু বার্সেলোনার আর্থিক অবস্থা ব্রাজিলিয়ানের ফেরার পথে বড় বাধা। তবে নেইমার এই মৌসুমে বার্সেলোনায় যেন খেলতে পারেন, সেই ব্যবস্থা করে দেবে সৌদি আরবের ক্লাব।

স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের একটি ক্লাব নেইমারকে চুক্তি করতে চায়। তারপর তাকে বার্সেলোনায় ধারে পাঠাবে। এই মৌসুমেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চাইছে তারা এবং চুক্তি শেষেই বার্সেলোনায় পাঠাবে তাকে।

তিনভাবে নেইমারের বেতন আসবে। কাতালান জায়ান্টরা একটি নির্ধারিত শতাংশ অর্থ দেবে, বাকিটা আসবে পিএসজি ও সৌদি আরবে বার্সেলোনার প্রীতি ম্যাচ থেকে।

এছাড়া চেলসিতেও নেইমারের ট্রান্সফারের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ব্লু কোচ মাউরিসিও পচেত্তিনো সেটা উড়িয়ে দিয়েছেন। জানা গেছে, ৫ থেকে ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফি চাওয়া হবে ব্রাজিলিয়ানের জন্য।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ