26 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » করোনা সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে ব্রাজিল

করোনা সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে ব্রাজিল

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সারি। করোনা পৃথিবীকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২০০ এর বেশি মানুষের। তবে আগের দিনের তুলনায় সংক্রমণে সংখ্যা কিছুটা কমেছে। এদিন করোনা শনাক্ত হয়েছে ৫ লাখেরও কম মানুষের শরীরে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী- গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। এছাড়া দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে উঠে এসেছে জাপান। তবে প্রাণহানির তালিকায় ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স ও ইরান। এনিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ কোটি ৯৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৩৮ হাজার।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২৭ জন। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৮ হাজার ২০ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৭০১ জনে।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৩ হাজার ৬৬৩ জন মারা গেছেন।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮০ হাজার ২৩৯ জনের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ