22 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নর্দান ইসলামী ইন্সুইরেন্সের আয় বেড়েছে ২ শতাংশ

নর্দান ইসলামী ইন্সুইরেন্সের আয় বেড়েছে ২ শতাংশ

নর্দান ইসলামী ইন্সুইরেন্সের আয় বেড়েছে ২ শতাংশ

বিএনএ, ঢাকা : শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) এবং অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২ শতাংশ।

সোমবার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.২৭ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.০৩ টাকা বা ১১ শতাংশ। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা।

আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮১ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ২ শতাংশ। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০.৩০ টাকা।

বিএনএনিউজ২৪/সাহিদুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ