বিএনএ,ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, করোনাকালেও অধিকাংশ বহুজাতিক কোম্পানির মুনাফা বেড়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টি তাদের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ছয়টির মুনাফা বেড়েছে। তিনটির মুনাফা কমেছে।
কোম্পানিগুলোর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিকীতে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। কোম্পানিটি আগের বছর লোকসানে থাকলেও চলতি হিসাব বছরের জুন পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা করেছে ১১.৭৯ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির লোকসান ছিল ২.৫৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৩৬৫ শতাংশ।
বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে মুনাফার হারের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে ১৫৩ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৫ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৭৩ টাকা।
মুনাফার হারের দিক দিয়ে বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে সিঙ্গার বিডি। কোম্পানিটির চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৬৯ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ২.০২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ১৩২ শতাংশ
চলতি হিসাব বছরের জুন শেষে ৬ মাসে লিন্ডে বিডির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪১.৪২ টাকা। আগের বছর একই সময় মুনাফা হয়েছিল ২৫.১৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৬.২৬ টাকা বা ৬৫ শতাংশ।
চলতি হিসাব বছরে জুন শেষে রেকিট বেনকিজারের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬২.০২ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৫৭.৫১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৭.৮৫ শতাংশ। জুন শেষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫.৯৬ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১১.১২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৩.৫২ শতাংশ।
বিএনএনিউজ২৪/সাহিদুল,আমিন