বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে নগরের হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার কামরুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে ড্রেনের ঢাকনাহীন অংশে পড়ে স্রোতে হারিয়ে যায় ৩ বছরের শিশু হুমাইরা। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, বিকেল ৩টা ১০ মিনিটে খবর পেয়ে তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। বিকেল ৩টা ৫৪ মিনিটে শিশুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হসপিটালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর বাবা পেশায় একজন ডিশের লাইনম্যান হিসেবে কাজ করেন।
এর আগে গত ১৮ এপ্রিল মায়ের কোলে থাকা শিশু সেহরিশ চকবাজার হিজড়া খালে পড়ে নিখোঁজ হয়। পরদিন চাক্তাই খাল এলাকায় তার মরদেহের সন্ধান মিলে।
বিএনএনিউজ/এইচ.এম।